ঢাকা | ২১ ডিসেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

‘ধর্ম অবমাননা’: ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার ৭

র‍্যাব-১৪ এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২০, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবিঃ ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ১ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।


র‍্যাব-১৪ এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।
কমেন্ট বক্স