প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : আজ ১৪ ডিসেম্বর রবিবার ২০২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার কেন্দ্রবিন্দু বাজারের পাশে অবস্থিত শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আতিয়ার গাজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম আর ফারাজী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য জনাবা রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কামরুজ্জামান খান পিকলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক বুলু, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রহমত শেখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর, আল-শামস বাহিনী দেশের খ্যাতিমান শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। স্বাধীনতার পর বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের পথচলা আরও দৃঢ় হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।