নীলফামারী প্রতিনিধি : আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) সকাল ১০.০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অতঃপর পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স এর রেশন স্টোর, মোটরযান শাখা সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।