ঢাকা | ১২ ডিসেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে দুই মাসের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রকাশের তারিখ: ডিসেম্বর ১২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের ফকিরহাটে দুই মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির নাম শেখ মজিবর রহমান (৭০)। তিনি ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজের ছেলে এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার দিকে দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ মজিবর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। থানায় আনার কিছুক্ষণ পর—রাত ৩টার দিকে—তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে রাত ৩টা ২৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাওন কুমার দাশ বলেন, “রোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই তিনি হার্টের সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনি এক ব্যক্তির এনজিও ঋণের জামিনদাতা ছিলেন; ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয় এবং সেই মামলায় জামিনদাতা হিসেবে তার দুই মাসের সাজা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, “গ্রেপ্তারের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
কমেন্ট বক্স