জলঢাকা প্রতিনিধি : জলঢাকায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্দ্যোগে বনাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জলঢাকা উপজেলা ও থানা কমিটির যৌথ আয়োজনে এবং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতীর সার্বিক ব্যবস্থাপনায় ১০ই ডিসেম্বর বুধবার সকালে দিবসটি উপলক্ষে থানা মোড়স্থ অস্থায়ী কার্যালয় থেকে একটি বনাঢ্য র্যালী বের হয় এবং র্যালীটি পৌর শহরসহ উপজেলা রোডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জলঢাকা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুব নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার রংপুর বিভাগীয় পরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সহ-সাধারন সম্পাদক মোস্তফা রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ফিরোজ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রোকনুজ্জামান শাহিন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব জলঢাকার সহ-সাধারন সম্পাদক সাংবাদিক মাইদুল হাসান, রিপোর্টর্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মানিক, ঢাকা কলেজের শিক্ষার্থী ইকবাল জিয়াদ, গণমাধ্যমকর্মী বদিউজ্জামান বুলেট প্রমুখ। আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন নিয়ে বিস্তর আলোকপাত করেন বক্তারা। উক্ত আলোচনা সভার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ শাকিল।