ঢাকা | ২২ ডিসেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

তারাগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবিঃ (তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধি)  "দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স নিয়ে গড়ব স্বদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও ব্র্যাক  মাইগ্রেশন প্রোগ্রাম এর উদ্যোগে  দুপুর ০১টায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস -২০২৫ পালিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাব্বর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর তারাগঞ্জ  উপজেলার প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মোঃ তুহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক ময়েন উদ্দিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ তারাজুল ইসলাম ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্দেশ্য, নিরাপদ অভিবাসন,বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন, নিয়মিত অভিবাসন ও অনিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা করেন।

প্রবাসবন্ধু ফোরামের  সভাপতি তুহিনুর ইসলাম বলেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সেবা ও কাজ তারাগঞ্জ উপজেলায় যা হচ্ছে তা এক কথায় অসাধারণ। 

উক্ত অনুষ্ঠানের সভাপতি মোনাব্বর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত হচ্ছে।  তিনি সর্বপ্রথম দক্ষ শ্রমিক তৈরি করার জন্য তার বক্তব্যে জোর দেন। তিনি আরো বলেন, দালালের মাধ্যমে বিদেশে না গিয়ে বৈধভাবে নিয়মিত উপায়ে বিদেশ গেলে মানুষ কখনো প্রতারিত হবেন না।তিনি সব শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ এর আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
কমেন্ট বক্স