ঢাকা | ১২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

জুবিনকে বিষপ্রয়োগে হত্যা, দাবি সহশিল্পীর

প্রকাশের তারিখ: অক্টোবর ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেফতার হওয়া ব্যান্ডের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী। তার দাবি- জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।

সিআইডির রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, জুবিনকে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ষড়যন্ত্র করে হত্যা করেন এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করেন।

পুলিশ রিমান্ডে শেখর জ্যোতি জানান, ঘটনাস্থলে সিদ্ধার্থ শর্মার আচরণ ছিলো সন্দেহজনক। জুবিন যখন শ্বাস নিতে হিমশিম খাচ্ছিলেন, বিষয়টিকে তুচ্ছতাচ্ছিল্যভাবেই দেখেন সিদ্ধার্থ। এমনকি চালককে জোর করে সরিয়ে ইয়টের নিয়ন্ত্রণও নেন তিনি।

পুলিশি নোটে শেখর জ্যোতির বয়ান থেকে স্পষ্ট, বিদেশের মাটিতে হত্যাকাণ্ডের সত্য গোপন রাখতে ম্যানেজার সিদ্ধার্থ ও আয়োজক শ্যামকানু আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন।

জুবিনের মৃত্যুরহস্য উদঘাটনে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের প্রত্যেককে নেয়া হয়েছে ১৪ দিনের রিমান্ডে।

এদিকে গত শুক্রবার প্রকাশিত ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়, সাঁতার কাটতে গিয়েই ডুবে মারা যান জুবিন। গায়কের স্ত্রী গরিমার হাতে সেই রিপোর্ট তুলে দেন সিঙ্গাপুর সরকার। মৃত্যুর তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িত কোনো ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সিঙ্গাপুর পুলিশ।
কমেন্ট বক্স