প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে সাইকেল ঠেলে কর্মস্থলের উদ্দেশ্যে সেতুর দিকে উঠছিলেন ঠাকুর। এমন সময় গোপালগঞ্জমুখী একটি কাভার্ডভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে উঠে তাঁকে সজোরে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুতগতিতে খুলনার দিকে পালিয়ে যায়। অনেকের ধারণা, চালক হয়তো ঘুমের মধ্যে ছিলেন এবং চাপা দেওয়ার পরই গাড়ি নিয়ে পালিয়ে যায়।
চাপা লাগার সঙ্গে সঙ্গেই ঠাকুরের মৃত্যু হয়।
নিহতের সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। নিত্যদিনের মতো কর্মস্থলে যেতে গিয়ে এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘাতক গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।”