ঢাকা | ৩১ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ: অক্টোবর ৩১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি বিনিময় করবে। সিউলে প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ ঘোষণা দেন তিনি। খবর শাফাক নিউজের।

ট্রাম্প বলেন, সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া নৌঘাঁটিতে তৈরি হবে। এগুলো গত বছর দক্ষিণ কোরিয়ার হানহওয়া গ্রুপ কিনে নেয়।

প্রেসিডেন্ট লি জানান, এ চুক্তি শুধু পারমাণবিক জ্বালানি প্রযুক্তি সম্পর্কিত, এতে কোনো অস্ত্র প্রযুক্তি নেই। তিনি বলেন, নতুন সাবমেরিন যুক্ত হলে আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন নৌবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়বে।

দুই দেশের নেতারা বৈঠকে রক্ষা জোট আধুনিকীকরণ এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা নিয়ে আলোচনা করেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এ প্রযুক্তি হস্তান্তরের আগে কংগ্রেসের অনুমোদনসহ একাধিক নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হবে।

চুক্তিটি এমন সময় হয়েছে, যখন উত্তর কোরিয়া নিজস্ব পারমাণবিক সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র প্রকল্প এগিয়ে নিচ্ছে। এতে অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

ট্রাম্প বলেন, এটি দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে মোট ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনার অংশ, যার মধ্যে জ্বালানি ক্রয়সহ আরও বড় অর্থনৈতিক সহযোগিতা রয়েছে।
কমেন্ট বক্স