প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : তীব্র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। তার সচিবালয় এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য' ওলি পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে বর্তমান সংকটের সাংবিধানিক সমাধানের পথ প্রশস্ত করার জন্য তিনি পদত্যাগ করেছেন।
রাজধানী কাঠমান্ডু এবং নেপাল জুড়ে সকাল থেকেই ক্ষুব্ধ বিক্ষোভ চলছে।
বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে, যার মধ্যে ওলি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও রয়েছে। রাজনৈতিক দলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বিবিসিকে বলেছেন, মঙ্গলবারের বিক্ষোভে দুইজন মারা গেছেন। তিনি জানান, বর্তমানে ৯০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।