ঢাকা | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনে আগুন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ৯, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল নেপাল। দেশটির বিভিন্ন প্রান্তে চলছে অগ্নিসংযোগ ও ভাঙচুর। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনেও আগুন দেয়ার খবর পাওয়া গেছে। অনেকে মনে করছেন, চলমান এই বিক্ষোভ কেপি শর্মা ওলি সরকারকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেনটট রাম চন্দ্র পৌদেল এবং প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঘুরে বেড়াচ্ছে এবং ভাঙচুর করছে।
 
নেপালের সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড ও শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে। 
 
দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগের জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন বলেও জানা গেছে। এর ফলে অনেক মন্ত্রী পদত্যাগ করছেন এবং সরকার থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন।
 
এদিকে নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নয়াদিল্লি সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেশটির (নেপাল) ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তার নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।
 
বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল (সোমবার) থেকে আমরা নেপালের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেক তরুণের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমাদের প্রার্থনা নিহতদের পরিবারের সাথে আছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী’ হিসেবে ভারত আশা করে, সংশ্লিষ্ট সবাই সংযম দেখাবে এবং শান্তিপূর্ণ উপায় ও সংলাপের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করবে।
কমেন্ট বক্স