ঢাকা | ০৪ Jul ২০২৫ ইং | বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশের তারিখ: Jul ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এ আয়োজনের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৪ জুলাই) এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য হোয়াইট হাউসে ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প। এ আয়োজনে প্রায় ২০ থেকে ২৫ হাজার দর্শনার্থী উপস্থিত থাকতে পারবেন।

ট্রাম্প বলেন, আমাদের সেখানে প্রচুর জায়গা রয়েছে। আমেরিকার ২৫০তম জন্মদিন উদযাপনের জন্য ২০২৬ সালের ৪ জুলাই পর্যন্ত এক বছরব্যাপী উৎসবের শুভারম্ভের সময় আইওয়াতে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান।

তিনি ঘোষণা করেন, ওয়াশিংটনের ন্যাশনাল মলে একটি সমাপনী উৎসব এবং সারা দেশ থেকে আগত হাইস্কুল ক্রীড়াবিদদের নিয়ে একটি পৃথক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ট্রাম্প বলেন, আমাদের প্রতিটি জাতীয় উদ্যান, যুদ্ধক্ষেত্র এবং ঐতিহাসিক স্থানে আমেরিকা ২৫০ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে। এ সময় তিনি ‍কুস্তি খেলার কথাও জানান।

তিনি বলেন, হোয়াইট হাউসের প্রাঙ্গণে এটির আয়োজন করা যেতে পারে। আমাদের সেখানে প্রচুর জায়গা রয়েছে। ২০ থেকে ২৫ হাজার মানুষের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ ফাইট হবে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্টের ঘোষণার বাইরে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে অনেক সিরিয়াস।
কমেন্ট বক্স