ঢাকা | ১২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সাম্য ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান আলেম সমাজের

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে আলেমরা তাদের মতামত দিয়েছেন। এই মতামতে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব এবং এর মাধ্যমে একটি সাম্য, মানবিক মর্যদা, ন্যায়ভিত্তিক ও ইসলামি মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গড়ে তোলার প্রয়োজনীয়তার দিকগুলো তুলে ধরা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিতে সাধারণ আলেম সমাজ জানায়, এই গণঅভ্যুত্থান শুধু গণআন্দোলন নয়; বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ-বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া এবং সাংবিধানিক কাঠামোতে এর প্রতিফলন ঘটানো এখন সবচেয়ে বেশি জরুরি।

আলেম সমাজ জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, নেতৃত্বের স্বীকৃতি, দৃশ্যমান বিচার প্রক্রিয়া, সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ এবং সর্বস্তরের ফ্যাসিবাদী কাঠামো বিলোপের অঙ্গীকার যুক্ত করার মতামত দিয়েছে।

সাধারণ আলেম সমাজ মনে করে, এই বিপ্লবের সাফল্য নির্ভর করছে জনগণের ইচ্ছার প্রতি সরকারের দায়বদ্ধতার ওপর।

জুলাই ঘোষণাপত্রের লক্ষ্যগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সার্বিক রাষ্ট্র গঠনের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান আলেমরা।
কমেন্ট বক্স