আজ বুধবার সকালে গণিত বিভাগের সামনের একটি গাছে এক যুবকের লাশ ঝুলতে দেখে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয় সেখানকার লোকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন।
লিমা খানম বলেন, “গণিত ভবনের উল্টোদিকে গাছে ঝুলে ছিল লাশটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার থেকে গাড়ি গিয়ে সকাল ৯টা ৪২ মিনিটে লাশটি গাছ থেকে নামিয়ে আনে।“
নিহত ব্যক্তির পরনে সবুজ টি শার্ট, সাদা কোট এবং নীল রঙের ট্রাউজার ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বাংলার প্রতিচ্ছবিকে বলেন, " লাশটি পুলিশ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। লাশের ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পুলিশ অবগত করবে। "