বাংলার প্রতিচ্ছবি : বাংলাদেশ ও ভারতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (১২ জানুয়ারি) ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীন এই উদ্বেগ জানান।
মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনও ধরনের কাঠামো তৈরির ক্ষেত্রে উভয়পক্ষের সম্মতির বিধান রয়েছে। বর্তমানে সীমান্তে ভারত যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, সেটির কোনও অনুমোদন নেওয়া হয়নি।’
দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কাঠামো তৈরির সময়ে যৌথ পরিদর্শন, সম্মতি এবং রেকর্ড অব ডিসকাশনে সেটির উল্লেখ থাকতে হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবি ও বিএসএফ উভয়পক্ষ এ বিষয়ে জড়িত এবং আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘অপরাধশূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যাতে চোরাচালান, মানবপাচার ও অপরাধীদের চলাচল চ্যালেঞ্জ রোধ করা সম্ভব হয়।’
এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনও পক্ষের প্রতিরক্ষা সামর্থ্য আছে, এমন ধরনের কোনও কাঠামো তৈরি করতে পারবে না। দুই দেশের মধ্যে ৪১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩২৭১ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি আছে ৮৮৫ কিলোমিটার। সীমান্ত উত্তেজনার বিষয়টি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এবং তারা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করবে।’