ঢাকা | ১৬ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

চিতলমারীতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে হিন্দুদের ঐতিহ্যবাহী নীলপূজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ: এপ্রিল ১৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি:
 প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটের চিতলমারীতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে হিন্দুদের ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অন্যতম উৎসব নীলপূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তিতে এই পূজা শেষ হয়ে গেলেও বর্ষবরণে ও থাকে পূজার আমেজ। 

পূজায় বালা নৃত্যে অংশগ্রহণ করেন শিব, গৌরী,কালি,  রাধা কৃষ্ণ সাজে স্থানীয় যুবক-যুবতী। সনাতন মানুষের কাছে নীল নাচ ঐতিহ্যের উৎসব হিসেবে পরিচিত।

নীলপূজা বা নীলষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত শিব-দুর্গার বিবাহ বা ‘শিবের বিয়ে’ নামে পরিচিত। সাধারণত চৈত্র সংক্রান্তির উৎসবের নীলপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীলসন্ন্যাসীরা ও শিব-দুর্গার সঙেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান। নীলের গানকে বলা হয় ‘অষ্টক গান’। প্রাচীন ঐতিহ্যগুলো ধীরে ধীরে বীলিন হয়ে যাচ্ছে। এখন আর আগেরমত আগ্রহ প্রকাশ করে সেজে রাস্তায় নামতে খুব একটা দেখা যায় না।

কমেন্ট বক্স