আজ রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
নববর্ষের নিরাপত্তা নিয়ে র্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে। কোন ধরনের অসুবিধা হবে না।
ঐতিয্যবাহী বৈশাখী উৎসবকে ঘিরে বিভিন্ন অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে সব ধরনের অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
একেএম শহিদুর রহমান আরোও বলেন, নববর্ষের উৎসবকে কেন্দ্র করে কোন প্রকার ইভটিজিং যাতে না হয়, সে জন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে।
মুখাকৃতি পুড়িয়ে দেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চারুকলার ভিতর ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না তা গভির ভাবে খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।