ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

দ.কোরীয়া আদালতের রায় মেনে নেবেন ইউন, দাবি আইনজীবীদের

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত স্থায়ী অপসারণের আদেশ দিলে সেটা মেনে নিতে প্রস্তুত দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তার আইনজীবী এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইউনের আইনজীবী ইউন কাব-কেউন বলেছেন, যদি আদালত প্রেসিডেন্টের অপসারণের নির্দেশ দেয়, সেটা মেনে না নিয়ে উপায় নেই।

দক্ষিণ কোরিয়ার বিচার ব্যবস্থার শীর্ষ সংস্থা হচ্ছে সুপ্রিম কোর্ট ও সাংবিধানিক আদালত। ইউনের বিরুদ্ধে আদালত যে রায় দিবে, তার বিরুদ্ধে আপিল করার নিয়ম নেই।

গত ২৭ ডিসেম্বর কিছু আইনি নথিপত্র দাখিল করতে ইউনকে নির্দেশ দিয়েছিল সাংবিধানিক আদালত। তবে সে আদেশ অগ্রাহ্য করেছেন তিনি। এদিকে তার আইনজীবীদের দাবি, আদালতে সশরীরের উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করতে চাচ্ছেন অভিশংসিত নেতা।

গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে ফেঁসে গেছেন ইউন সুক ইওল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তদন্ত চলমান আছে। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যা দেশটির ইতিহাসে ক্ষমতায় থাকা কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবারের মতো ঘটল।

কর্তৃপক্ষের আদেশ অগ্রাহ্য করে ইতোমধ্যেই একাধিকবার জিজ্ঞাসাবাদে অনুপস্থিত থেকেছেন তিনি। গত সপ্তাহে তাকে গ্রেফতার করতে এলে দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তাদের বাঁধা দেয় প্রেসিডেনশিয়াল গার্ড। পরে তাকে গ্রেফতারে ক্ষান্ত দিয়ে ফিরে যেতে বাধ্য হন কর্মকর্তারা।

ইউনের আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছেন ইউন। শারীরিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।  
কমেন্ট বক্স