বাংলার প্রতিচ্ছবি : জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের জন্য কাজ করছে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর কাছ থেকে একাধিক রিপোর্ট ইতোমধ্যে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে দেওয়া হয়েছে। বাকি রিপোর্টগুলো আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষঙ্গিক কিছু তথ্য প্রাপ্তির অপেক্ষায় আছি। আগামী সপ্তাহের মধ্যে সে সব তথ্যাদি ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছি।’
তিনি জানান যে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণের প্রেক্ষিতে, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলির নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের নিমিত্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে গঠিত একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তকাজের স্বার্থে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের চাওয়া তথ্যাদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ করেছে। সরবরাহকৃত তথ্যাদির প্রাপ্তি স্বীকার করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইতোমধ্যেই একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে।
তিনি বলেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রম শেষে তদন্ত প্রতিবেদনটি কবে প্রকাশ করা হবে, সে সংক্রান্ত কোনও তথ্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।’