ঢাকা | ২১ জানুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে

প্রকাশের তারিখ: জানুয়ারী ২০, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: ‍‌‌রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত হতে যাওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ চূড়ান্ত করে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, যে অধ্যাদেশের জন্য আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল আনুষ্ঠানিকতা সেরে রোববার অধ্যাদেশের চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশটির খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন পাবে বলে মন্ত্রণালয়ের আশা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জনমত গ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়ার মত ধাপগুলো সম্পন্ন হয়েছে।

"অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে সবার যৌক্তিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এবং উদ্বেগগুলোকে বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠোমা নির্ধারণ করাই ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মূল লক্ষ্য। সকলের ধৈর্যশীল সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার কারণেই শিক্ষা মন্ত্রণালয় জটিল এ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে।"

এ পর্যায়ে “যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে” বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়–এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকাতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এবার ‘অধ্যাদেশ মঞ্চ’ করে আন্দোলনের ঘোষণা

ঢাকার সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধের পর এবার ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ করে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে একটি ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচন করা হবে। পাশাপাশি সাতটি ক্যাম্পাসে আরও পাঁচটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে।

সংগঠনটি বলেছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই মঞ্চ থেকে ‘দেশবরেণ্য’ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও অন্য সুধীজনদের দৃষ্টি আকর্ষণ করবেন। পাশাপাশি দেশবাসীকে ‘দাবির যৌক্তিকতা’ বোঝাবেন।

ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে ভ্রমণ করবে। আর ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ ও সাত ক্যাম্পাসে স্থাপন করা অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এসে জমায়েত হবেন।

২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন ও গেজেটে প্রকাশিত হলে সায়েন্স ল্যাবের গণজমায়েত থেকে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় মিছিল আয়োজন করা হবে।

আর কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ওই গণজমায়েত থেকেই যমুনা কিংবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করবেন শিক্ষার্থীরা।

কর্মসূচির কারণে সৃষ্টি হওয়া সাময়িক জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে আগাম ‘দুঃখ প্রকাশ’ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের কার্যক্রম চলছে।

গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশর খসড়া প্রকাশিত হয়, যেখানে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করে ‘ইন্টারডিসিপ্লিনারি’ বা 'স্কুলিং' কাঠামোতে বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী কলেজগুলো উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদানও চালু থাকবে।

কিন্তু প্রস্তাবিত স্কুলিং কাঠামোর বিরোধিতা করছেন কলেজগুলোর শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তাদের আশঙ্কা, ওই কাঠামোতে তাদের পদোন্নতির মত মৌলিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে।

তারা কলেজগুলোর স্বাতন্ত্র্য বজায় রেখে 'অধিভুক্তিমূলক কাঠামোতে' নতুন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

আর কলেজগুলোর বর্তমান শিক্ষার্থীদের একাংশ নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়ে দ্রুততম সময়ে অধ্যাদেশ জারির দাবি জানাচ্ছেন।

এই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার ঢাকার সায়েন্স ল্যাবরেটরিসহ কয়েকটি মোড় অবরোধ করে তারা বিক্ষোভ দেখান।

কমেন্ট বক্স