বাংলার প্রতিচ্ছবি (প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি করা হলে বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর পাওয়া যায় ১১ কেজি গাঁজা। এ ঘটনায় সংশ্লিষ্ট মালামালের মালিক হিসেবে আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, আটক ব্যক্তি ঢাকার দিক থেকে গাঁজা বহন করে কচুয়া উপজেলার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় মজুত করে রাখে। পরে সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করা হয়। আটক আনোয়ার হোসেন ওই চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।