বাংলার প্রতিচ্ছবি : নতুন গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রদত্ত প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেই সঙ্গে মুসলিম বিশ্বকে যুদ্ধবিপর্যস্ত গাজাবাসীর সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ রোববার (১২ অক্টোবর) কৃষ্ণসাগর তীরবর্তী শহর ট্রাবজনে এক সভায় ভাষণ দেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, ‘এখন মুসলিম বিশ্ব এবং মানবতার জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে।’
নতুন চুক্তির অধীনে গাজায় মানবিক সহায়তা পাঠানো নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে এবং তুরস্কের পাঠানো ত্রাণবাহী ট্রাকগুলোও ফিলিস্তিনি উপত্যকায় পৌঁছাতে শুরু করেছে।
মুসলিম বিশ্বকে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, শীত শুরু হওয়ার আগেই পদক্ষেপ নিতে হবে। গাজার জনগণকে খোলা আকাশের নিচের অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো থেকে উদ্ধার করতে হবে। এক্ষেত্রে আঙ্কারা সর্বাত্মক সহযোগিতা দেবে।
সাড়ে তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন এরদোয়ান। এরদোগান আশা প্রকাশ করে বলেছেন, এই যুদ্ধও ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শেষ হবে। তিনি আরও বলেন, এর সমাধানে সহায়তা করার জন্য যা কিছু করা প্রয়োজন তার জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে।যুদ্ধ বন্ধ করতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আঙ্কারা রাশিয়া ও ইউক্রেন উভয়ের সাথেই যোগাযোগ করছে বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট।
প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এর সপ্তাহ খানেক পর গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের ওই ২০ দফা প্রস্তাব নিয়ে গত সোমবার (৬ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল–শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা শুরু হয়। টানা তিনদিনের মাথায় বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের প্রথম ধাপ মানতে সম্মত হয় দুই পক্ষ।
শুক্রবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরাইলি সরকার এবং এদিনই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানায় ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। এদিকে গাজায় ফিরতে শুরু করেছে উদ্বাস্তু ফিলিস্তিনিরা।
সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে গাজা যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মিশরের প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্টসহ এই বৈঠকে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন।