ঢাকা | ১২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

জুলাই কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি, রয়েছে “দেশব্যাপী জুলাই পদযাত্রা”

প্রকাশের তারিখ: জুন ২৯, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ১ থেকে ৩০ জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে দলটি। এর নাম হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামটরের রূপায়ণ টাওয়ারে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

কর্মসূচির মধ্যে রয়েছে—
  • প্রথম দিন শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।
  • ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করবে এনসিপি।
  • ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ। তাই আমরাই দেবো।

এ ছাড়া ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।
কমেন্ট বক্স