বাংলার প্রতিচ্ছবি : কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণঘাতী জঙ্গি হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে, সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি বাতিলের ভারতীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের দিন, ভারত জানিয়েছিল—কাশ্মীরের পর্যটন এলাকায় ২৬ জন নিহত হওয়ার হামলার সঙ্গে সীমান্ত পারাপারের যোগসূত্র রয়েছে।
ভারতীয় পুলিশ হামলার তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করে জানায়, এদের মধ্যে দুজন পাকিস্তানি। তবে দিল্লি এ নিয়ে কোনও প্রমাণ প্রকাশ করেনি কিংবা বিস্তারিত তথ্য দেয়নি।
বুধবার ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হ্রাসের অংশ হিসেবে দুই দেশের মধ্যে ৬০ বছরের পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত করে এবং একমাত্র স্থলসীমান্ত ক্রসিংও বন্ধ করে দেয়।
কাশ্মীরের দুই অংশ—ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত, দুই দেশই নিজেদের দাবি করে থাকে।
পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হুমকির জবাব কঠোরভাবে ও সমানতালে দেওয়া হবে।
এছাড়া এতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পাকিস্তানের ন্যায্য পানি সরবরাহ বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচিত হবে।