ঢাকা | ২৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

কুয়েটের পথেই হাটছে বরিশাল বিশ্ববিদ্যালয়, প্রশাসনের বিরুদ্ধে ৪ দফা দাবি

প্রকাশের তারিখ: এপ্রিল ২৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ৪ দফা দাবি পেশ করেন। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ভিসি শুচিতা শরমিনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে।

এর আগে দুইবার ভিসি বিরোধি আন্দলোন হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এ নিয়ে তৃতীয়বারের মতো আন্দোলনের মাঠে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রাকিন বলেন, 'স্বৈরাচারী হাসিনার পতনের পর ঢাবির আওয়ামী পন্থী শিক্ষক ড.শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহন করেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বর্তমান ভিসির ছত্রছায়ায় ক্যাম্পাসে পুরনো স্বৈরাচারের দোসরা আবার সক্রিয় হয়ে উঠছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আজ আওয়ামী ফ্যাসিবাদের অভয়ারণ্য। 

তিনি আরও বলেন, আগামী ২ দিনের মধ্যে আমাদের ৪ দাবি যদি মেনে না হয় তাহলে ববি প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিয়ে কাঁপিয়ে দিবো। তিনি যদি ৪ দফা দাবি রক্ষার্থে  ব্যর্থ হন তাহলে আমরা তাকে সসম্মানে পদত্যাগ করতে বাধ্য করবো।
কমেন্ট বক্স