ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

প্রথমবারের মতো এআই দিয়ে পত্রিকা বের করল ইতালিয় দৈনিক

প্রকাশের তারিখ: মার্চ ১৯, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করেছে ইতালিয় দৈনিক ইল ফোগলিও।  সাংবাদিকতার ওপর এআই-এর প্রভাব অন্বেষণের এক মাসব্যাপী পরীক্ষার অংশ হিসেবে মঙ্গলবার (১৮ মার্চ) ‘ইল ফোগলিও এআই’ নামে চার পৃষ্ঠার বিশেষ সংস্করণটি প্রকাশিত হয়েছে। খবর সামা টিভির। 

পত্রিকাটির সম্পাদক ক্লদিও সেরাসা বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য হল সংবাদ তৈরি এবং গ্রহণের পদ্ধতিতে এআই কীভাবে রূপান্তরিত হচ্ছে তা তুলে ধরা।

সেরাসা বলেন, ‘এটি বিশ্বের প্রথম দৈনিক সংবাদপত্র হবে যা সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হবে—লেখা এবং শিরোনাম থেকে শুরু করে উদ্ধৃতি এবং সারাংশ পর্যন্ত সবকিছুর জন্য। ’

তিনি স্পষ্ট করে বলেন, ‘সাংবাদিকদের সম্পৃক্ততা কেবল এআই-কে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং প্রতিক্রিয়া পর্যালোচনা করার মধ্যেই সীমাবদ্ধ। ’

পত্রিকার ভেতরে কী আছে?

ইল ফোগলিও এআই-এর প্রথম পৃষ্ঠায় ডোনাল্ড ট্রাম্প এবং ইতালিয় সমর্থকদের বৈপরীত্য সম্পর্কে একটি প্রতিবেদনে আছে।  ‘পুতিন, ১০ বিশ্বাসঘাতকতা’ শিরোনামের আরেকটি প্রতিবেদনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই দশকের ভঙ্গুর প্রতিশ্রুতি ও চুক্তি তুলে ধরা হয়েছে। 

সংস্করণের কয়েকটি ইতিবাচক গল্পের মধ্যে একটি ইস্ট্যাট রিপোর্ট নিয়ে আলোচনা করে যেখানে দেখানো হয়েছে যে আয়কর সংস্কারের ফলে সাড়ে সাত লাখ ইতালিয় কর্মীর বেতন বৃদ্ধি পেয়েছে।  দ্বিতীয় পৃষ্ঠায় আরেকটি প্রতিবেদনে ‘সিচুয়েশনশিপের’ উত্থান এবং কেন তরুণ ইউরোপীয়রা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক এড়িয়ে চলছে তা নিয়ে তৈরি করা হয়েছে।

শেষ পৃষ্ঠায় সম্পাদকের কাছে এআই-তৈরি চিঠি রয়েছে।  যার মধ্যে একটি প্রশ্ন রয়েছে যে এআই ভবিষ্যতে মানুষকে ‘অকেজো’ করে তুলবে কিনা। জবাবে, এআই হাস্যকরভাবে তার সীমাবদ্ধতা স্বীকার করে বলে- ‘এআই একটি দুর্দান্ত উদ্ভাবন, কিন্তু এটি এখনও চিনির ভুল না করে কফি অর্ডার করতে পারে না। ’
কমেন্ট বক্স