ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে কেউ ক্ষমতার অপব্যবহার করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হতে হবে। এই নির্বাচনে বাংলাদেশের কোনও রাজনৈতিক দল যদি ৩০০টি আসন পায় তাতে আমাদের কোনও আপত্তি থাকবে না।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারিতে ছাত্রদের রাজনৈতিক দল আসছে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যে আসতে যাচ্ছে। আমাদের রাজপথের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আমরা আহ্বান জানিয়েছি তিনি যেন ওই মন্ত্রণালয়ের পদ ছেড়ে আবার জনগণের পক্ষে এসে জনতার কাতারে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, ক্ষমতার চেয়ে জনতা আগে ছিল। তারা জনতার ডাকে যেকোনও মুহূর্তে যেকোনও ক্ষমতার পদ ছেড়ে আবার জনতার কাতারে আসতে পারে। অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে একসঙ্গে রেখে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে যে চর্চাগুলো ছিল এখনও সেই চর্চা নতুন করে দেখতে পাচ্ছি। যারা এই চর্চা করেছে তাদের রক্তে ওই চর্চাগুলো মিশে গেছে। এই চর্চাগুলো থেকে বেরিয়ে আসতে তাদেরকে নেতৃত্ব দিতে হবে যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মানে কেন্দ্রীয় নেতৃত্ব না। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে করে সুবিধাবাদী কেউ আপনাদের জায়গা দখল করতে না পারে।’

এখনও চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে সারজিস আলম বলেন, ‘এই বাংলাদেশে চাঁদাবাজ ছিল চাঁদাবাজি হচ্ছে। এই বাংলাদেশে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট হচ্ছে। এই সোনারগাঁয়ে আগে যে দখলদারিত্ব ছিল এখনও সেটা হচ্ছে। বরং এখন তার চেয়ে বেশি হয়। আপনারা যদি এসব বন্ধ করতে চান, তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের সময় দিতে হবে রাজপথে থাকতে হবে আর সাহসিকতা থাকতে হবে।’

খুনিদেরকে একটি পক্ষ প্রশ্রয় দিচ্ছে উল্লেখ করে নাগরিক কমিটির মুখ্য এই সংগঠক বলেন, ‘আপনাদের আশপাশে যারা একসময় স্বৈরাচারীদের বিরুদ্ধে ছিল তারা এখন বিভিন্ন সুবিধার আশায় টাকার আশায় ক্ষমতার আশায় ওই খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে। থানার কতিপয় পুলিশ ও আদালতের কতিপয় বিচারকরা বিভিন্ন সুবিধার বিনিময়ে প্রশ্রয় দিচ্ছে। এরকম অনেককে শেল্টার দেওয়ার জন্য অনেক অসৎ লোক রয়েছে। কিন্তু আমার আপনার জন্য শেল্টার হবে ঐক্যবদ্ধতা।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের শত শত শিক্ষার্থী ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স