ঢাকা | ০৪ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্তের আগমনী বার্তা নিয়ে সেজে উঠেছে খুলনার ফুল মার্কেট

প্রকাশের তারিখ: মার্চ ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : 
সৌরভ চ্যাটার্জী (খুলনা) বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্তের আগমনী বার্তা নিয়ে নতুন সাজে সেজে উঠেছে খুলনা ফুল মার্কেট। 
বিভিন্ন বয়সের মানুষ ফুলের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন, কেউ ফুল কিনছে কেউ আবার ছবি উঠাতে ব্যস্ত, বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছেন।  দোকানদারদের মধ্যেও যেন একটা আনন্দের ছোঁয়া লেগেছে।


ভালোবাসা দিবস যাকে অন্যভাবে সেইন্ট ভ্যালেন্টাইন্স উৎসব ও বলা হয়।

১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়।

প্রথম দিকে এটি সেইন্ট ভ্যালেন্টাইন নামক একজন অথবা দুজন খ্রিষ্টান শহিদকে সম্মান জানাতে খ্রিষ্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল, পরবর্তীতে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্যে দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার দিবসে পরিণত হয়।

বাংলাদেশেও বর্তমানে এই দিবস পালন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে তরুণ সমাজের কাছে।


পাশ্চাত্য সংস্কৃতি ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির মিশ্রণে ভিন্নভাবে "বিশ্ব ভালোবাসা দিবস" নামে এটি পালিত হয়। বাংলাদেশে সর্বশেষ সংস্কারকৃত বাংলা পঞ্জিকা অনুসারে ১৪ ফেব্রুয়ারি তারিখে বসন্ত উৎসব তথা পহেলা ফাল্গুন উদযাপিত হয়।
কমেন্ট বক্স