ঢাকা | ১৬ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু

প্রকাশের তারিখ: মার্চ ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : বিশ্ব ইজতেমার প্রথম দিনে আবদুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।  

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মৃত্যু হয় আবদুলের।  জুমার পর ইজতেমা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয় তার। 

 নিহত মুসল্লি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে। 

সরকারি সূত্র জানায়, জুমার নামাজ আদায় করার জন্য এই মুসল্লি গোসল করতে গেলে অসুস্থবোধ করেন তিনি। সেখান থেকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে ১১ টার দিকে মৃত্যু হয় আবদুলের। 

বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স