প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 4, 2025 ইং
ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু

বাংলার প্রতিচ্ছবি : বিশ্ব ইজতেমার প্রথম দিনে আবদুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মৃত্যু হয় আবদুলের। জুমার পর ইজতেমা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয় তার।
নিহত মুসল্লি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে।
সরকারি সূত্র জানায়, জুমার নামাজ আদায় করার জন্য এই মুসল্লি গোসল করতে গেলে অসুস্থবোধ করেন তিনি। সেখান থেকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে ১১ টার দিকে মৃত্যু হয় আবদুলের।
বিশ্ব ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৩০৫, জহর টাওয়ার, এলিফ্যান্ট রোড,নিউমার্কেট, ঢাকা-১২০৫
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৬৩৩৬০৭২৫৫, ০১৮৪৮- ১২৭৩৯২
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি