বাংলার প্রতিচ্ছবি: টাঙ্গাইলের বিশিষ্ট সাংস্কৃতিক, নাট্য ব্যক্তিত্ব ও জনপ্রিয় অভিনেতা দুলাল আনাহোলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ছিলেন টাঙ্গাইল সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র এবং পি. সি. সরকার সাংস্কৃতিক পরিষদ, টাঙ্গাইল-এর একজন নিবেদিতপ্রাণ সদস্য। তাঁর মৃত্যুতে জেলার অভিনয়শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে।
জানাজার সময় ও স্থান
পারিবারিক সূত্র ও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে যে:
জানাজার সময়: আজ (৮ জানুয়ারি, ২০২৬) বাদ আছর। স্থান: মিরের বেতকা দক্ষিণ পাড়া ঈদগাঁ মাঠ, টাঙ্গাইল।
শোক ও শ্রদ্ধা
একজন সাদা মনের মানুষ হিসেবে পরিচিত দুলাল আনাহোলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে 'পি. সি. সরকার সাংস্কৃতিক পরিষদ' সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোকবার্তায় সংগঠনগুলো মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
সর্বজন শ্রদ্ধেয় এই মানবিক মানুষের বিদায়ে এলাকাবাসী এক অভিভাবককে হারাল। জানাজায় উপস্থিত থেকে মরহুমের শেষ বিদায়ে শরিক হওয়ার জন্য তাঁর পরিবার ও গুণগ্রাহীদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।