ঢাকা | ০৮ জানুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভারতে খেলতে না যাওয়া নিয়েঅনড়: ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সভা শেষে বুলবুল

প্রকাশের তারিখ: জানুয়ারী ৭, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে আইসিসিকে সরাসরি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  এ নিয়ে অনেক কথা হচ্ছে।  সেখানে খেলা নিয়ে বুধবার ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বিসিবির কর্মকর্তারা আলোচনা করেছেন। সচিবালয়ের আলোচনায় না খেলার বিষয়ে অনড় সবাই। বরং ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেছে বিসিবি। 

বুধবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। সেখানে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন ফারুক আহমেদ সহ আরও বেশ কয়েকজন পরিচালক।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেছেন ,‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবার আইসিসিকে চিঠি দেয়া হবে।’

কমেন্ট বক্স