বাংলার প্রতিচ্ছবি: অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের ম্যাচে আরও একটি বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চোট পেয়ে ‘বেশ কিছুদিনের’ জন্য ছিটকে গেছেন ব্রুনো ফের্নান্দেস।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের চার ম্যাচে অপরাজেয় যাত্রা শেষ হয়ে গেছে রোববার; ভিলার মাঠে তারা হেরে গেছে ২-১ গোলে।
এই ম্যাচেই প্রথমার্ধের শেষদিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান ফের্নান্দেস। এরপরও কিছুক্ষণ খেলা চালিয়ে যান তিনি; কিন্তু পারেননি বেশিক্ষণ। বিরতির পর তার জায়গায় মাঠে নামেন লিসান্দ্রো মার্তিনেস।
ম্যাচের পরে ফের্নান্দেসের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন ইউনাইটেডের কোচ হুবেন অ্যামুরি।
“আমার মনে হয়, তার চোট সফট টিস্যুতে, তাই (তার ফিরতে) কিছুদিন সময় লাগবে। বেশ কয়েকটা ম্যাচে সে খেলতে পারবে না বলেই মনে হচ্ছে, যদিও নিশ্চিতভাবে আমি জানি না, দেখা যাক। এই বিষয়গুলো কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। সে এমন একজন যে সবসময় ফিট থাকে, তাই ভালোভাবে সেরে উঠতে পারবে; কিন্তু আমরা জানি না (কতদিনে)।”
ব্রায়ান এমবুমো, আমাদ দিয়ালো ও নুসায়ার মাজরাউইকে এমনিতে সামনের লম্বা সময় পাবে না ইউনাইটেড; তিনজনই নিজ নিজ জাতীয় দলের হয়ে আফ্রিকান নেশন্স কাপে ব্যস্ত। আর চোটের কারণে দলের বাইরে আছেন মাটাইস ডি লিখট ও হ্যারি ম্যাগুইয়ার। আর পায়ের পেশির চোটে শেষ মুহূর্তে ভিলা ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েন কবি মেইনু।
এখন এবারের লিগে ১৭ ম্যাচে পাঁচ গোল করা ফের্নান্দেসেরও ছিটকে পড়া কোচ অ্যামুরির জন্য অনেক দুর্ভাবনার। এমনকি একাদশ সাজাতে হলে তাকে ‘বি’ দলের দিকেও নজর দিতে হতে পারে।
১৭ রাউন্ডে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে আছে অ্যামুরির দল।