ঢাকা | ২২ ডিসেম্বর ২০২৫ ইং | বঙ্গাব্দ

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মণ্ডল

প্রকাশের তারিখ: ডিসেম্বর ২২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি (প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী, বাগেরহাট): দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী–ফকিরহাট–মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কপিল কৃষ্ণ মণ্ডল তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি মুঠোফোনে বাংলার প্রতিচ্ছবি-কে জানান।

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

এর আগে গত কয়েকদিন ধরে হাট–বাজার, চায়ের দোকানসহ সর্বত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন—এ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।
কমেন্ট বক্স