প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : শিল্পের প্রতি ভালোবাসা আর স্মৃতি রোমন্থনের এক অনন্য আয়োজন হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। অনুষদের ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা বাংলাদেশের চারুকলার ইতিহাসে ৫০তম ব্যাচ হিসেবে পরিচিত, আয়োজন করেছেন এক দলীয় চিত্র প্রদর্শনী।

আগামী শুক্রবার (৩ অক্টোবর) চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-১ এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। ৫ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ৩ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এতে অংশগ্রহণ করছেন ব্যাচের মোট ২৩ জন শিল্পী। তাদের আঁকা ৪৬টি নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে, যা দর্শকদের জন্য এক অনন্য চাক্ষুষ অভিজ্ঞতা হবে বলে আশা করা হচ্ছে।


প্রদর্শনীটির উদ্বোধন করবেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যাচের প্রিয় শিক্ষক চারুকলা অনুষদের শিল্পী অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এবং শিল্পী জাহিদ মোস্তফা । প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পর বন্ধুদের সাথে মিলিত হয়ে এই আয়োজন করতে পেরে তারা আনন্দিত। এই প্রদর্শনীটি শিল্পপ্রেমী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।