ঢাকা | ২২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

আবারও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

প্রকাশের তারিখ: অক্টোবর ২২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : বিশ্ববাজারে সোনার দাম আবার কিছুটা বেড়েছে। মূলত দুটি কারণে আজ সোনার দাম বেড়েছে। কারণ দুটি হলো—ডলারের দাম কমেছে এবং মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কিনতে আগ্রহী হয়েছেন।

আজ বুধবার সকালে স্পট গোল্ডের দাম হয়েছে প্রতি আউন্সে ৪,১৩৪ দশমিক ৩৭ ডলার, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বেশি। মঙ্গলবার সোনার দাম এক দিনেই ৫ শতাংশের বেশি কমেছিল। যা ২০২০ সালের আগস্ট মাসের পর সবচেয়ে বড় পতন। অন্যদিকে ভবিষ্যতের বাজারের জন্য কেনা স্বর্ণের দামও বেড়েছে। আজ এই ধরনের প্রতি আউন্স স্বর্ণের দাম হয়েছে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলার।

এ দিকে শুক্রবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। যা ভবিষ্যতে সুদের হার নির্ধারণে প্রভাব ফেলবে। এসব বিষয়ও সোনার দামে প্রভাব পড়তে পারে।

স্টোনেক্স কোম্পানির জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসায় সোনার বাজার স্বাভাবিক ধারায় আসছে।

চলতি বছরে সোনার দাম প্রায় ৫৬ শতাংশ বেড়েছে। গত সোমবার এটি ইতিহাসের সর্বোচ্চ দাম প্রতি আউন্সে ৪,৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছেছিল। দাম বাড়ার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনা এবং সুদের হার কমার প্রত্যাশা।

অন্য ধাতুগুলোর মধ্যে রুপার দাম বেড়ে হয়েছে প্রতি আউন্সে ৪৮ দশমিক ৮৪ ডলার।
কমেন্ট বক্স