ঢাকা | ২২ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ঢাবিতে দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির ওপর নতুন বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির ওপর নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং সমাজবিজ্ঞান অনুষদ বুধবার (২৪ সেপ্টেম্বর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বইটি প্রকাশ করে।

‘দক্ষিণ এশিয়ায় সীমান্ত ও ভূ-রাজনীতির ভবিষ্যৎ: পরিসংখ্যানের বাইরে আলোচনা’ (The Futures of Borders and Geopolitics in South Asia: Beyond a Statist Discourse) বইটির প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লটজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গেরডেসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আমেনা মহসিন, অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ, অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস ও ড. মোহাম্মদ আতিক রহমান সম্পাদিত এই বইটিতে দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে একটি উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে।

অংশগ্রহণকারীরা প্রকাশনার পদ্ধতির প্রশংসা করেছেন। সমালোচনামূলক এবং নারীবাদী দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য এবং শাসনের জন্য নীতিগত সুপারিশ বইটিতে সন্নিবেশিত হয়েছে।

রাজনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আন্তঃনির্ভরশীলতা তুলে ধরে বক্তারা একাডেমিক এবং নীতিগত আলোচনায় প্রান্তিক কণ্ঠস্বরকে একত্রিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সমসাময়িক ভূ-রাজনৈতিক উত্তেজনা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে জ্ঞান-ভিত্তিক সম্প্রদায় এবং ব্যবসায়িক নেটওয়ার্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

রাষ্ট্রদূত (অব.) হুমায়ুন কবির ও অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশিদ বাণিজ্য, জ্বালানি এবং পরিবেশগত সমস্যাগুলোর মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র-কেন্দ্রিক পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরেন। অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।

কমেন্ট বক্স