ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

তুরস্কের ট্যাংক কেনার কোনও সিদ্ধান্ত হয়নি: প্রতিরক্ষা মুখপাত্র

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সরকারের তুরস্কের কাছ থেকে ট্যাংক কেনার খবরকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। সোমবার (১৩ জানুয়ারি) একথা জানানো হয়।

ভারতের ‘ইন্ডিয়া টু ডে’ পত্রিকায় প্রকাশিত সংবাদ ‘সীমান্তে ড্রোন মোতায়েনের পর কেন বাংলাদেশ সরকার তুরস্কের ট্যাংক কিনতে চায়’ শীর্ষক এক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একথা জানায় প্রেস উইং ফ্যাক্টস। 

প্রেস উইং ফ্যাক্টস  জানায়, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশ তুর্কি ট্যাংক কেনার কোনও সিদ্ধান্ত নেয়নি। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে।’
কমেন্ট বক্স