ঢাকা | ১৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির বৈঠক

প্রকাশের তারিখ: মার্চ ২, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্পের আগামী ২০ জানুয়ারি অভিষেকের আগে এই বৈঠককে ইউরোপীয় সম্পর্ক জোরদারের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার-আ-লাগোতে উপস্থিত অতিথিরা মেলোনিকে করতালি দিয়ে স্বাগত জানান। ট্রাম্প নিজেই তাকে পরিচয় করিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।

ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেলোনি ও ট্রাম্পের আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য ইস্যু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং তেহরানে আটক ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালার মুক্তি প্রসঙ্গ অন্তর্ভুক্ত ছিল। তবে মেলোনির অফিস এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মেলোনিকে ট্রাম্পের একজন সম্ভাব্য শক্তিশালী ইউরোপীয় অংশীদার হিসেবে দেখা হচ্ছে। তার রক্ষণশীল অবস্থান ও ইতালির ডানপন্থি জোটের স্থিতিশীল নেতৃত্ব তাকে এই ভূমিকায় সহায়তা করেছে। মেলোনি এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলেছেন।

ট্রাম্প মার-আ-লাগোর দর্শকদের উদ্দেশে বলেন, এটি সত্যিই উত্তেজনাপূর্ণ। আমি এখানে ইতালির একজন অসাধারণ প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আছি। তিনি ইউরোপে সত্যিই আলোড়ন তুলেছেন।

বৈঠকের সময়, ট্রাম্প ও মেলোনি একসঙ্গে একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ট্রাম্পের সাবেক আইনজীবী জন ইস্টম্যানের বিরুদ্ধে মামলা নিয়ে আলোচনা করা হয়। ইস্টম্যান ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বর্তমানে সিসিলিয়া সালার মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা করছেন। সালাকে ১৯ ডিসেম্বর ইরানে আটক করা হয়। এর আগে, ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনিকে যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানায় ইতালির মিলান বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির রাষ্ট্রদূতকে ডেকে আবেদিনির গ্রেফতারের বিষয়ে অসন্তোষ জানিয়েছে।

মেলোনি হলেন ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা সাম্প্রতিক বিদেশি নেতাদের একজন। এর আগে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।

মেলোনি ফ্লোরিডা সফর শেষ করে বৃহস্পতিবার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রোমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
কমেন্ট বক্স