প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রবিবার (৫ অক্টোবর) দুপুরে।
নিহতরা হলেন সেনা সদস্য আরিফ হোসেন এবং ক্যাম্পের ধোপা মোঃ হাসিব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপা হাসিব ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে সেনা সদস্য আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছাদে কাপড় শুকানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন।