প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : আজকে রাত পোহালেই বিসিবি নির্বাচন। এমন সময়েও নির্বাচন পেছানোর দাবি জানাচ্ছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস। গতকাল তারা এই দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছিল, আজ স্মারক লিপি পাঠালো প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর।
ড. ইউনূসের কাছে পাঠানো স্মারক লিপিটি বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের পক্ষে নির্বাচন পেছানোসহ মোট তিনটি দাবি তাদের। প্রথমটি হলো বিসিবির বর্তমান নির্বাহী পর্ষদের সময় বৃদ্ধি করে নির্বাচনের পুনঃতফসিলসহ কাউন্সিলরশিপ বিতর্ক এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। দ্বিতীয়ত, এডহক কমিটির কাছে দায়িত্ব দেওয়া। তৃতীয়ত, নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন সময় নির্ধারণ করে ভোটগ্রহণ।
ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের অভিযোগ, কাউন্সিলরশিপের ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয়ের কেউ কেউ হস্তক্ষেপ করে পুরো বিষয়টিকে বিতর্কিত করছে। ১৫টি ক্রিকেট ক্লাবকে প্রথমে অনুমতি প্রদানের পরও, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চারদিক ঘিরে থাকা স্বার্থান্বেষীদের চাওয়াতেই নির্বাচন কমিশন মনোনয়নপত্র প্রত্যাহারের আগেরদিন তাদের আবেদন বাতিল করে।
তাদের দাবি, এই বিষয়গুলোর সুষ্ঠু সমাধান ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ক্লাব সংগঠক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কয়েক দফা বৈঠক হলেও ফলপ্রসূ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বর ক্লাব সংগঠকরা নির্বাচনে হস্তক্ষেপের প্রতিবাদে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
মনোনয়ন প্রত্যাহার করাদের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম এখন নির্বাচন নিয়ে আলোচনায় না থাকলেও সরে দাঁড়ানো বাকি কাউন্সিলররা নির্বাচন পিছিয়ে সবাইকে নিয়ে আবারো আয়োজনের আহ্বান জানাচ্ছেন।