ঢাকা | ২৩ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

ম্যাচ জয়ের নায়ক সাইফকে নিয়ে যা বললেন অধিনায়ক লিটন

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। সুপার ফোরের লড়াইয়ে শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায় টাইগাররা। আর এই জয়ের নেপথ্যে ওপেনার সাইফ হাসান ও তরুণ তাওহীদ হৃদয়ের ব্যাটই গড়ে দিয়েছে পার্থক্য। ম্যাচশেষে তাই অধিনায়ক লিটন দাস দ্বিধাহীন কণ্ঠে জানালেন, ‘আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে।’

শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ। তার সঙ্গে হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝোড়ো ব্যাটিং মিলেই বাংলাদেশ জয় ছিনিয়ে নেয় শেষ বল হাতে রেখে।

এর আগে শ্রীলঙ্কা বড় সংগ্রহের পথে থাকলেও শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ ফেরান মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। মুস্তাফিজের ১৯তম ওভারে মাত্র ৪ রান আসে, তুলে নেন দুই উইকেটও। আর তাসকিন শেষ ওভারে ঠান্ডা মাথায় বল করে শ্রীলঙ্কাকে আটকে দেন ১৬৮/৭ রানে।

অধিনায়ক লিটন তাই কৃতিত্ব দিলেন বোলারদের প্রতিরোধকেও, ‘আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা ভয়ংকর। তার ১৯তম ওভারের পর তাসকিন যেভাবে শেষ করল, সেটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে। মনে হচ্ছিল, তারা ১৯০ তুলবে; কিন্তু আমরা ওদের থামালাম।’

তবে আসল প্রশংসা গেল সাইফের উদ্দেশ্যে। আরব আমিরাতের কন্ডিশনে সাইফের মানসিকতা ও দক্ষতার ওপর ভরসা রাখছেন লিটন, ‘আমি জানি সাইফ বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারে। ওর চরিত্র আমি জানি, ও যেভাবে রান করে তা জানি। আমরা সবাই বিশ্বাস করেছিলাম, এই কন্ডিশনে ও সফল হবে।’

বাংলাদেশ অধিনায়ক নিজে ব্যাট হাতে ২৩ রান করলেও দলকে পথ দেখিয়েছেন আস্থার বার্তা দিয়ে। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই সতর্ক থাকার কথাও মনে করিয়ে দিলেন লিটন, ‘এভাবে ম্যাচ জেতার পর অবশ্যই সবাই উজ্জীবিত হয়। তবে আমাদের মনে রাখতে হবে—পরের ম্যাচ নতুন দিন, নতুন প্রতিপক্ষ। সেখানেও সেরা ক্রিকেট খেলতে হবে।’
কমেন্ট বক্স