ঢাকা | ২৫ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

কাশ্মীরে পর্যটকরা অস্ত্র নিয়ে এসেছিলেন, দাবি পাকিস্তানের

প্রকাশের তারিখ: এপ্রিল ২৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেছেন, কাশ্মীরের শ্রীনগরে কিছু পর্যটক অস্ত্র নিয়ে এসেছিলেন, সে প্রমাণ ও গোয়েন্দা তথ্য ইসলামাবাদের কাছে আছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং অন্যান্য মন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। 

এ ছাড়া ইসহাক দার ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, পাহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার যে দাবি তারা তুলেছে, তার প্রমাণ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নিতে।  

তিনি বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই লোকদের (অস্ত্রসহ আসা পর্যটক) শ্রীনগরে আটকে রেখেছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো পর্যটকদের সমর্থন করছে যারা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস (আইইডি) রপ্তানি করার চেষ্টা করছে। ’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ’

কাশ্মীরের পাহেলগামে মঙ্গলবারের ওই হামলায় একজন নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।

হামলার পর দিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।  ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পালটাপালটি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
কমেন্ট বক্স