ঢাকা | ১৯ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

ফরিদপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
জয় সাহা (ফরিদপুর প্রতিনিধি) : আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক ও শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সোহেল রানা, শাহ্ মো. আরাফাত, জেবা তাহসিন, সাজিদ খান, ওয়ালিদ হাসান সহ দুই শতাধিক শিক্ষার্থী মশাল মিছিলে অংশ নেন।

উক্ত মিছিলে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী পন্থিরা আবারও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, এবার শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধ নেয়া হবে। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
কমেন্ট বক্স