বাংলার প্রতিচ্ছবি : আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানাপল্টনে আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে ব্যাংকটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।
সম্মেলনে আলোচকেরা ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন শেষ হয়।
সম্মেলনে পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, ড. সাজ্জাদ জহির ও কাজী মো. মাহবুব কাশেম। এছাড়া সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও দেশব্যাপী সব শাখার ব্যবস্থাপকেরাও অংশগ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।