ঢাকা | ১৬ এপ্রিল ২০২৫ ইং | বঙ্গাব্দ

তুরস্কের শীর্ষ প্রতিষ্ঠান কোক হোল্ডিংসের বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা

প্রকাশের তারিখ: মার্চ ৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : তুরস্কের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ কোক হোল্ডিংস বাংলাদেশের উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী তার অন্যান্য কারখানায় উপাদান সরবরাহ করা। 

৬০ বিলিয়ন ডলারের এই তুর্কি কোম্পানির স্থায়ী পণ্য বিভাগের প্রেসিডেন্ট ফাতিহ কামাল ইবিচলিওগুলু বৃহস্পতিবার ঢাকা সফরকালে এই পরিকল্পনা ঘোষণা করেন।  তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ তথ্য জানান।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

কোক হোল্ডিংস কয়েক বছর আগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অধিগ্রহণ করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গৃহস্থালি যন্ত্রপাতি উৎপাদন কারখানা স্থাপন করেছে। 

ফাতিহ বলেন, তারা তাদের বিনিয়োগের দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশে ব্যবসার বড় সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তুর্কি বিনিয়োগের জন্য বাংলাদেশকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। 

তিনি আরও বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন করুন এবং তা তুরস্ক, ইউরোপ এবং সারা বিশ্বে রপ্তানি করুন। 

এছাড়াও, তিনি বলেন, বাংলাদেশ সহজেই একটি হালাল পণ্য উৎপাদন এবং অ্যাসেম্বলি হাব হতে পারে।

এই বৈঠকে বিশেষ দূত লুৎফি সিদ্দিকী এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স