Friday, May 17, 2024
Google search engine
Homeখেলাক্রিকেটভুলে যাইয়েন না’ আমাকে মনে রাইখেন

ভুলে যাইয়েন না’ আমাকে মনে রাইখেন

বাংলার প্রতিচ্ছবি । ২৭ সেপ্টেম্বর ২০২৩ !! ১৮:৩৫

১২ মিনিটের ভিডিও বার্তার পুরো সময়টায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেও শেষ মিনিটে এসে আবেগ ধরে রাখতে পারেননি বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপকে কেন্দ্র করে স্বপ্নের পসরা সাজিয়েছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে পূর্ণ মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন। তার নেতৃত্বে ওয়ানডে সুপার লিগে তিন নম্বরে থেকে বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। সেই তামিমেরই জায়গা হয়নি বিশ্বকাপ দলে।

হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ! তবে শেষ আন্তর্জাতিক ম্যাচ কিনা, বুধবারের ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেননি বাঁহাতি ওপেনার। শুধু ভক্তদের কাছে অনুরোধ করেছেন তাকে মনে রাখার জন্য। ভিডিও বার্তার একেবারে শেষ দিকে এসে তামিম বলেছেন, ‘আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একটা অনুরোধ করবো সবার কাছে, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার। দেশের হয়ে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৫৭ রান বাঁহাতি এই ওপেনারের। ২৪৩ ম্যাচে ১৪ সেঞ্চুরির পাশাপাশি ৫৬টি হাফ সেঞ্চুরির মালিকও তিনি। টেস্টেও রেকর্ড বেশ সমৃদ্ধ। ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান করেছেন।

বিতর্ক পেছনে ফেলে তামিম নিজেও এখন বিশ্বকাপ কেন্দ্রিক থাকতে চাচ্ছেন। বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। সাবেক অধিনায়কের বিশ্বাস, এই দলটি সর্বোচ্চ সাফল্য বয়ে আনবে, ‘আমি এটাই আশা করছি যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গেছে, তারা খুব ভালো। আশা করি তারা যতটুকু সম্ভব বাংলাদেশের জন্য সফলতা নিয়ে আসবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments