Friday, May 17, 2024
Google search engine
Homeদেশঢাকাবন বিভাগের সংশ্লিষ্টতায় মধুপুরের শাল গজারির বন উজাড়

বন বিভাগের সংশ্লিষ্টতায় মধুপুরের শাল গজারির বন উজাড়

প্রিন্স এডওয়ার্ড মাংসাং (মধুপুর প্রতিনিধ): জলবায়ু পরিবর্তনের ফলে চারিদিকে যে হাহাকার তাপদাহে জনজীবন অতিষ্ঠ উঠেছে, যেখানে সারা বিশ্বের মানুষ গাছ লাগাতে আহ্বান করছে সেখানে মধুপুর প্রাকৃতিক শাল গজারির বন প্রতিদিনই বন কর্মকর্তাদের সহায়তায় উজাড় উজাড় হচ্ছে।

এলাকার সচেতন সাধারণ জনগণ চায় যেটুকু বন আছে সেটি যেন টিকে থাকে। মধুপুরের বনের উত্তর জাঙ্গালিয়া গ্রামের দিকে সরেজমিনে ঘুরে দেখা যায় বন কর্মকর্তাদের সহায়তাকারী কমিউনিটি ফরেস্ট ওয়ার্কার (সিএফডাব্লিউ) তাদের দ্বারাই বন সবচাইতে লুটপাট হয়ে উজার হতে চলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সিএফডব্লিউ – বাচ্চু মিয়া, মজিবর, হুমায়ুন গান্দা, প্রতিদিন যেন বন উজাড় করার প্রতিযোগিতায় নেমেছে। একদিকে বন উজার করে গাছ বিক্রি করছে, অন্যদিকে আবার চাষাবাদ করার জন্য জমি বানাচ্ছে। বন উজার করে সেখানে আদা হলুদ কচু কলা গাছ লাগাচ্ছে।

অন্যদিকে সাধারণ অসহায় লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকার লোকজন, জানান বন ধ্বংস হচ্ছে এই বেপারে প্রতিবাদ করলে উল্টো মামলা দেওয়ার ভয় দেখায়। তারা অভিযোগ করেন বলেন, বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিয়ে বন কর্মকর্তারা ওই সকল জমি চাষাবাদ করার জন্য সুযোগ করে দিচ্ছে।

এ ব্যাপারে মধুপুর উপজেলার চাড়ালজানি বিটের রেঞ্জ কর্মকর্তা মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসা করলে এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments