ঢাকা | ২৬ অক্টোবর ২০২৫ ইং | বঙ্গাব্দ

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে যারা

প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। তাতে টানা দুই বছরের মতো জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ে থেকে তালিকায় একমাত্র ক্রিকেটার তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দল থেকে আছেন ৪জন। তাছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে।  দলটির নেতৃত্বে রয়েছেন ভারতের রোহিত শর্মা। কিপার হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। 

রোহিতের সঙ্গে ওপেনার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। রোহিত গত বছর ১১ ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে ৩৭৮ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ছিল ১২১। গড় ৪২ ও স্ট্রাইক রেট ১৬০.১৬। রয়েছে একটি সেঞ্চুরি।  বছরটা তার জন্য মাইলফলক হয়ে থাকবে এই জন্য যে, তার নেতৃত্বেই এক দশকেরও বেশি সময় পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। বিশ্বকাপেই হাফসেঞ্চুরি ছিল তিনটি। তারমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইট পর্বে ছিল ৯২ রানের বিস্ফোরক ইনিংস।  

ট্রাভিস হেড গত বছর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড হিসেবে কাজ করেছেন। ১৫ ম্যাচে ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে তুলেছেন ৫৩৯ রান। গড় ছিল ৩৮.৫০। হাফসেঞ্চুরি ছিল চারটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া যদিও ব্যর্থ হয়েছে কিন্তু হেড ছিলেন ব্যাটিংয়ের মূল চালিকা শক্তি। 

অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেওয়া সিকান্দার রাজা এই বছরও ছিলেন অপ্রতিরোধ্য। গাম্বিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ে ৪৩ বলে তার ১৩৩* রানের অপরাজিত ইনিংসে জিম্বাবুয়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায়। ব্যাট হাতে ২৪ ম্যাচে ৫৭৩ রান করেছেন। বল হাতে উইকেটও নিয়েছেন ২৪টি। সেরা ফিগার ছিল ১৮ রানে ৫ উইকেট। অলরাউন্ডার হিসেবে বছরজুড়ে দাপট দেখানোর মধ্যে ছিলেন ভারতের হার্দিক পান্ডিয়াও। ১৭ ম্যাচে ৩৫২ রান করার পাশাপাশি ১৬ উইকেট নিয়েছেন। যে কারণে এই ফরম্যাটে শীর্ষ র‌্যাঙ্কিংধারী অলরাউন্ডারও তিনি। 

বিশেষজ্ঞ স্পিনার রশিদ খান ছিলেন বল হাতে আফগানিস্তানের মূল হন্তারক। মাত্র ১৪ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেই ৮ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট! প্রথমবার টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে বড় অবদান ছিল তার।

একাদশের দুই বিশেষজ্ঞ পেসার হলেন ভারতের জসপ্রীত বুমরা ও আরশ দীপ সিং। গত বছর ৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেই নিজের উপস্থিতির জানান দিয়েছেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। নেন ১৫ উইকেট। 

বর্ষসেরা টি-টোয়েন্টি দল: রোহিত শার্মা (অধিনায়ক) (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক) (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), জসপ্রীত বুমরা (ভারত), আরশদীপ সিং (ভারত)।
কমেন্ট বক্স