ঢাকা | ০৭ জানুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

যেভাবে ভেনেজুয়েলায় ‘অ্যাবসোলিউট রিজলভ’ অভিযান চালাল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ: জানুয়ারী ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো রিজোর্টে এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলায় চালানো যুক্তরাষ্ট্রের ‘অ্যাবসোলিউট রিজলভ’ অভিযানের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন।

শনিবার কেইনের দেওয়া বর্ণনা অনুযায়ী এই অভিযানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরেছে বিবিসি।

কেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আকাশ, স্থল, মহাকাশ, সামুদ্রিক ও গোয়েন্দা সদস্যদের কয়েক মাস ধরে করা সমন্বিত পরিকল্পনার ফল এই অভিযান।


যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা ৪৬ মিনিটে প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় ‘অ্যাবসোলিউট রিজলভ’ অভিযান শুরু করার নির্দেশ দেন।

এই অভিযানে পশ্চিম গোলার্ধের পৃথক ২০টি মার্কিন ঘাঁটি থেকে ১৫০টি সামরিক আকাশযান ভেনেজুয়েলার দিকে রওনা হয়।

হেলিকপ্টারে করে একটি বিশেষ সামরিক উদ্ধারকারী দল ও স্থল বাহিনীর একটি দল ভেনেজুয়েলার স্থানীয় সময় ৩ জানুয়ারি (শনিাবর) রাত ২টা ১ মিনিটে দেশটির নেতা ও তার স্ত্রীকে আটক করতে মাদুরোর কম্পাউন্ডে হাজির হন। মাদুরোর কম্পাউন্ডে হাজির হয়ে তারা এলাকাটিকে বিচ্ছিন্ন করে ফেলেন।


এ সময় মাথার উপরে আকাশে থাকা মার্কিন বাহিনীর এফ-২২, এফ-৩৫, এফ/এ-১৮, ইএ-১৮, ই-২ আকাশযান এবং বি-১ বোমারু বিমান নিচের বাহিনীগুলোকে সুরক্ষা দিচ্ছিল।

জেনারেল কেইন জানান, মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণরূপে বিস্ময়ের উপাদান’ বজায় রেখেছিল। অভিযানের শুরুতে তারা ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে অক্ষম করে ফেলেছিল।

অভিযান চলাকালে মার্কিন হেলিকপ্টারগুলো ভেনেজুয়েলান বাহিনীর গুলির মুখে পড়েছিল। একটি হেলিকপ্টারে আঘাত লাগলেও সেটি উড্ডয়ন সক্ষমতা হারায়নি। মার্কিন বাহিনী ‘দুর্বার শক্তি প্রয়োগ করে’ জবাব দেয় আর অভিযান শেষে সবগুলো হেলিকপ্টার ফিরে আসতে সক্ষম হয়।

মাদুরো ও তার স্ত্রী তখন ‘হাল ছেড়ে দেয়’। তারপর মার্কিন বিচার বিভাগ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নেয় বলে জানিয়েছেন কেইন। তারপর তাদের হেলিকপ্টারে তুলে উড়িয়ে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সময় ভোররাত ৩টা ২৯ মিনিটে মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন নৌবাহিনীর উভয়চর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমায় তোলা হয়। এই জাহাজটি তখন ভেনেজুয়েলা উপকূলে ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থান করছিল।

সিবিএস নিউজ জানিয়েছে, ভেনেজুয়েলা সরকারের ভেতরের এক সিআইএ চরের সাহায্যে নিকোলাস মাদুরোর অবস্থান খুঁজে পায় যুক্তরাষ্ট্র আর তার ফলেই মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান বাহিনী ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে সক্ষম হয়।
কমেন্ট বক্স